বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ্ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২০:০৯

কুর্মিটোলা গলফ্ ক্লাবে তিন দিনব্যাপী ষষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৬২১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে আরাজ আলম চৌধুরী চ্যাম্পিয়ন, মেজর জেনারেল মো. মাসুদ রানারআপ এবং মায়োংহি কিম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক/এবি