শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গুনগুনিয়ে ইউটিউবে খুঁজুন পছন্দসই গান

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৩:৩৮

সুর জানা আছে। কিন্তু গানের কথা বা শিল্পীর নাম মনে পড়ে না অনেকেরই। এই সময় প্রিয় সেই গানটি খুঁজে পেতে সমস্যা হয়। ইউটিউবে গান খোঁজার নতুন সুবিধায় গানের কথা বা শিল্পীর নাম জানা না থাকলেও শুধু গুনগুনিয়েই খুঁজে পাওয়া যাবে। তবে অবশ্যই তিন সেকেন্ডের বেশি সময় ধরে গুনগুন করতে হবে। প্রাসঙ্গিক গানগুলো সার্চ ফলাফলে হাজির করবে ইউটিউব। ব্যবহার করার পদ্ধতিটি সরল। 

  • প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে যেতে হবে। 
  • ওপরে থাকা সার্চ আইকনে ট্যাপ করতে হবে। সার্চ বক্সের পাশে থাকা মাইক্রোফোন বাটনে ট্যাপ করতে হবে। 
  • পরের পেজে ওপরে ‘ভয়েস’ ও ‘সং’ এই দুটি বাটন দেখা যাবে।
  •  ‘সং’ বাটনে চাপতে হবে। 
  • পরবর্তী পেজে ‘প্লে, সিং অর হাম আ সং’ লেখা দেখা যাবে। এখানে অন্তত তিন সেকেন্ড প্রিয় গানটি গুনগুন করতে হবে। 
  • এরপর সার্চ ফলাফলে সেই গানের প্রাসঙ্গিক ফলাফল প্রদর্শন করবে ইউটিউব। নিচে থাকা মিউজিক প্লে বাটন চেপে সার্চ বন্ধ করা যাবে।

সুবিধাটি শুধু স্মার্টফোন অ্যাপ থেকে ব্যবহার করা যাবে। কম্পিউটার থেকে ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে এই সুবিধা ব্যবহার করা যাবে না। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন