ইলন মাস্ক সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতেও প্রবেশ করেছেন। এক্সএআই এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার নাম গ্রক। মূলত 'হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি'র ভিত্তিতে বানানো হয়েছে। একটু ভিন্ন ঘরাণার কৃত্রিম বুদ্ধিমত্তা বানানোর দিকেই ইলন মাস্কের মনোযোগ।
সম্প্রতি মাস্ক এক্সে একটি ভিডিও দিয়েছেন। সেখানে তিনি একটি রেসিপির সহজ পদ্ধতি দেখাতে বলেন। নতুন এই রেসিপির চমৎকার একটি উত্তর দিয়েছে এক্সএআই। গ্রক এক্স থেকে ডাটা সংগ্রহ করতে পারে।
চ্যাটজিপিটির সঙ্গে টেক্কা দেওয়া এই মাধ্যমটির কাছে এখন আরও সাম্প্রতিক তথ্য থাকবে। আপাতত প্রোটোটাইপটি দুই মাসের পরীক্ষামূলক পর্যায়ে আছে। কয়েকজন নির্ধারিত ব্যবহারকারীই এটি ব্যবহার করতে পারবেন।
সূত্র: সিবিনেট