আইফোন দুই সপ্তাহ আগে ১৭.১ আইওএস রিলিজ করেছিল। সম্প্রতি তারা বেশকিছু বাগও খুঁজে পেয়েছে। এইসব বাগের সমাধান করা জরুরি। সেসব সমস্যার সমাধান করে তারা ১৭.১.১ ভার্সন উন্মুক্ত করে দিয়েছে।
বাগগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো যানবাহনে ফোন চার্জ দেওয়ার সময় অধিকাংশ ফোনেই অ্যাপল পে কাজ করছিল না। এমনকি ওয়েদার উইজেটও ঠিকঠাক কাজ করছিল না কিছু কিছু ক্ষেত্রে৷ মূলত অ্যাড্রেসের সমস্যার কারণে এমনটি হচ্ছিল।
আইওএস ১৭.২ রিলিজ করার আগে তারা সাময়িক সমাধান হিসেবে এই আপডেট দিয়েছে। আইওএস ১৭.২ ভার্সনের সঙ্গে নতুন জার্নাল অ্যাপ এবং কন্টাক্ট কি ভেরিফিকেশন চালু হবে। তবে অ্যাপলে সিকিউরিটি আর ব্যবহারের ঝামেলাগুলো অনেকাংশে ঠিক করা গেছে।
সূত্র: সিনেট