মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নভেম্বরে লঘুচাপের পূর্বাভাস

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৪৭

নভেম্বরের মধ্যভাগে বঙ্গোপসাগরে লঘুচাপ দেখা দিতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। তারা বলছেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। লঘুচাপের প্রভাবে বাড়তে পারে তাপমাত্রা। পরে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘১৭ নভেম্বরের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে। লঘুচাপ হলে তা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে এখনই এত তাড়াতাড়ি তা নিশ্চিত করে বলা যায় না। লঘুচাপ হলে এর প্রভাবে তাপমাত্রাও বাড়বে।’

ইত্তেফাক/এইচএ