টরন্টোর আবৃত্তি সংগঠন বাচনিকের দশ বছরপূর্তি পালিত হলো। গত শনিবার স্থানীয় সেইন্ট জন হেনরি নিউম্যান হাই স্কুলের অডিটরিয়াম এক ঝাঁক শিল্পীর কবিতা আবৃত্তি ও গানে জমজমাট ছিল ।
এছাড়া সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীকে নিবেদিত ‘কবিতার জোছনায় ১০বছর’ শীর্ষক অনুষ্ঠানে ছড়াকার লুৎফর রহমান রিটনকে ‘বাচনিক সম্মাননা ২০২৩’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্টারিও পার্লামেন্টের এম পি পি, কবি দিলারা হাফিজসহ গণ্যমান্য শ্রোতা-দর্শক।