শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সহযোগিতা অব্যাহত রাখতে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৪২

পোশাকশিল্পের অগ্রগতি আরো ত্বরান্বিত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সমর্থন ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পাওলা পাম্পালোনির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আহ্বান জানান।

ইইএএস, ডাইরেক্টরেট জেনারেল ফর ট্রেড এবং ডাইরেক্টরেট জেনারেল ফর এমপ্লয়মেন্ট, সোশ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইনক্লুশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি বাংলাদেশের পোশাক শিল্পের জটিল ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য যে, এই প্রথম ইইউ থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিদল বিজিএমইএ পরিদর্শন করল। ফারুক হাসান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিতে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিও ইউরোপীয় প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শ্রমিকদের জন্য শোভন জীবনমান নিশ্চিত করতে শিল্পের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ব্র্যান্ড এবং ক্রেতাদের নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়নে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/এসকে