মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মনের মতো বসার ঘর

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৪:২১

রুচির বহিঃপ্রকাশ নানাভাবে ঘটানো যায়। ঘর সাজানোর বিষয়টিও এমন। বাড়িতে কেউ এলে বসার ঘরটিতেই বসতে দেবেন। তাই এই ঘরটা সুন্দর হওয়া জরুরি। সেটা সাজানোর ক্ষেত্রে আরও বেশি সচেতনতা ও বুদ্ধির পরিচয় দেওয়া উচিত৷ সেটা কিভাবে? চলুন জেনে নেই। 

প্রাণোচ্ছল রঙ জরুরি
ড্রয়িং রুমে প্রাণোচ্ছল রঙ রাখা জরুরি। এই প্রাণোচ্ছলতা অবশ্যই ঘরের সাজ বদলে দিবে। বছরে একবার রেনোভেশন করার সময় রঙের প্রাণোচ্ছলতাকে গুরুত্ব দিন। সাদা, অফ হোয়াইট, কমলা, হলুদ রঙগুলো বাছাই করুন। 

আসবাব সাজান
ভারি আসবাব দিয়ে ঘর গুমোট করে রাখার মানে নেই। ড্রয়িং রুমে যতটা সম্ভব ফাঁকা জায়গা রাখার চেষ্টা করুন। প্রয়োজনীয় আসবাব দিয়েই সাজান। ছোট আসবাব দিয়েই সাজান। সেটিই ভালো। 

বসার ঘরের দেয়াল সাজান
বসার ঘরে পেইন্টিং, কারুকাজ বা অন্যান্য ডেকোরেশন ব্যবহার করতে পারেন। প্রতি মাসেই বদলে নিতে পারেন। ঋতুভেদেও তা করতে পারবেন। ওয়াল পেইন্টি করতে পারেন। সেটা না চাইলে ক্যালিগ্রাফিও করাতে পারেন। 

ইনডোর প্লান্ট নিন
ড্রয়িংরুমে ইনডোর প্লান্ট রাখা ঘরের জন্য ভালো। পরিবেশও ভালো হয়, ডেকোরেশনও হয়। 

আর্টিফিশিয়াল ফুল
ঘরে তাজা ফুল রাখার সুযোগ কম। তাহলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখতে পারেন। 

ডেকোরেটিভ লাইট
ড্রয়িং রুমে যদি আলোর সংকট থাকে ডেকোরেটিভ লাইট ব্যবহার করুন। দেখতে ভালো লাগবে৷ 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন