মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিউজিল্যান্ডে ‘নিষিদ্ধ’ শামি!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৮:১৬

চলমান বিশ্বকাপে শুরুর চার ম্যাচে দলে সুযোগ পাননি পেসার ভারতীয় মোহাম্মাদ শামি। এরপর সু্যোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। একাই ৭ উইকেট তুলে নিয়ে কিউই ব্যাটিং লাইন ধসিয়ে দেন শামি। 

বলিউড অভিনেতা সনু সুদ।

সেমিফাইনালে এমন পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডে নিষিদ্ধ এই ভারতীয় পেসার। এমনটায় জানিয়েছেন বলিউড অভিনেতা সনু সুদ। তবে বিষয়টি স্রেফ রসিকতা করেই বলেছেন এই অভিনেতা। শামির পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। সনুও তার বাইরে নন।

সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে শামিকে উদ্দেশ্য করে সনু লেখেন, ‘ব্রেকিং নিউজ: নিউজিল্যান্ডে শামি কাবাব নিষিদ্ধ!’ অভিনেতার রসিকতার জবাব দিয়েছেন শামিও। তিনি শুধু লিখেছেন, ‘হাহাহাহাহা’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ইত্তেফাক/জেডএইচ