বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২২:৪৬

সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশের সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দেন।

এতে সেনাবাহিনী প্রধান কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেন।

এ ছাড়া সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিত ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’-এ অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

কমনওয়েলথ গেমস ফেডারেশনের অ্যাসেম্বলিতে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ১৩ নভেম্বর সিঙ্গাপুর গমন করেছিলেন।

ইত্তেফাক/এএইচপি