মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তিন বার হামলার শিকার

তবুও বেঁচে আছে গাজার তিন বছরের এই শিশু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৭:৩০

দখলদার ইসরায়েলি সেনাদের চালানো হামলায় গাজায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। ইসরায়েলিদের হামলায় এখন মৃত্যুপুরীতের পরিণত হয়েছে ছোট্ট এই উপত্যকা। তবে সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে তাহলে কার সাধ্য মেরে ফেলার? তেমনই এক ঘটনা ঘটেছে গাজার তিন বছরের শিশু আহমাদ সাবাতের ক্ষেত্রে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দখলদার ইসরায়েলিদের হাতে তিন বার হামলার শিকার হয়েছে সাবাত। কিন্তু তা সত্ত্বেও এখনো বেঁচে আছে সে। যদিও ইসরাইলিদের হামলায় বাবা-মা, ভাই-বোন, চাচাসহ পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছে সাবাত।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, গত ৭ অক্টোবর প্রথম হামলার শিকার হয় আহমাদ সাবাত। ঐদিন নিজের বাবা ও চার ভাইবোনকে হারায় সে। এরপর তাকে দেখাশুনার দায়িত্ব নেয় তার বাবার পরিবারের সদস্যরা। কিন্তু তারা গাজার রাদওয়ান বিভাগে চালানো ইসরায়েলের হামলায় প্রাণ হারান। এ যাত্রায়ও বেঁচে যায় সাবাত।

ঐ হামলার পর বেঁচে যাওয়া এক চাচার সঙ্গে সাবাতকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরএডব্লিউ নুসেরাত শরণার্থী ক্যাম্পের একটি স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানেও বিমান হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। ঐ হামলায় সাবাত তার দুটি পা হারায় এবং তার চাচা নিহত হয়।

বর্তমানে দেইর-এল-বালাহর আল-আকসা শহিদ হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে সাবাত। সেখানে চিকিত্সা নিচ্ছে সে। তবে নির্বিচার হামলা অব্যাহত রাখায় সাবাত যে আবারও হামলার শিকার হবে না এ নিশ্চয়তা দিতে পারছে না কেউ।

ইত্তেফাক/এএম/এমটি