প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল আর্ন ব্যাংকিং অ্যাডভান্সমেন্ট (সেবা) শরীয়তপুর শাখার অর্থ আত্মসাৎ মামলায় ৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামানের আদালত এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সোহেল দেওয়ান, মোস্তফা হাওলাদার, দেবদুলাল সরকার ও জয়নাল আবেদীন। এর মধ্যে জয়নাল পলাতক রয়েছে। অন্য ৩ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। দোষ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন নুরুল হক, আরিফুর রহমান ও অন্য দুই নারী।
মামলার বিবরণে জানা গেছে, সাজাপ্রাপ্তরাসহ অন্য আসামিরা মিলে সেবা শরীয়তপুর শাখা থেকে গ্রাহকদের প্রতারিত করে ৬৬ লাখ ৮৯ হাজার ৬১৫ টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে সেবার নির্বাহী পরিচালক আবুল বাশার চোকদার ২০১৮ সালের ২০ নভেম্বর পালং মডেল থানায় একটি মামলা করে। মামলার দীর্ঘ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। তারই ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় ৪ জনকে সাজা ও দোষ প্রমাণিত না হওয়ায় নুরুল হক, আরিফুর রহমান ও অন্য দুই নারীকে খালাস দেওয়া হয়েছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. ফেরদাউস মিয়া ও অ্যাডভোকেট শাহ আলম। অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সরদার আজিজুর রহমান রিপন ও মাসুদুর রহমান।