পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরকিশায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভায়।
রোববার (১৯ নভেম্বর) কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে। এতে ওই অটোতে আগুন ধরে যায়।
জানা গেছে, অটোটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। আচমকা এ সময় অটোর সামনের গ্লাসে এসে পড়ে ককটেল। মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।