বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারত-অস্ট্রেলিয়া পরিসংখ্যানে এগিয়ে কারা? 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:৪১

বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। দু'দলের বিশ্বকাপ ইতিহাসের মাঠের লড়াইয়ে প্রায় সব পরিসংখ্যানই কথা বলছে অজিদের পক্ষে। তবুও চলতি আসরে অপরাজিত ভারত তাতে পাত্তা দিতে রাজি নয়।  

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল। চলমান বিশ্বকাপে রোহিত শর্মারা এবারের লিগ পর্বের খেলায় অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারানোর সুখস্মৃতি নিয়ে নামবে। পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও, তারাও টানা ৮ ম্যাচ জিতে অষ্টমবারের মতো ফাইনালে পা রেখেছে।

এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৫০টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া-ভারত। যার শুরুটা হয়েছিল ১৯৮০ সালে। যেখানে জয়ের পাল্লাটা ভারী অজিদের দিকে। ভারতের ৫৭ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার রয়েছে ৮৩ জয়। আর ১০টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। 

যদিও সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। রোহিত শর্মাদের ৩ জয়ের বিপরীতে প্যাট কামিন্স বাহিনীর জয় রয়েছে ২টিতে। ভারতের মাঠে মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমানে সমান। ৭১ ম্যাচের মধ্যে দুই দলই জিতেছে ৩৩টি করে ম্যাচ। এছাড়া ওয়ানডে বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৫ বার এবং ৮ ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া।

ইত্তেফাক/ওএফ/জেডএইচ