রাজধানীর বকশী বাজারে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে আন্তঃধমীর্য় সম্প্রীতি সভার আয়োজন করা হয়। শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ‘অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উপায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আহমদীয়া ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী বলেন, ‘নিরঙ্কুশ ন্যায় বিচার’ এই একটি শ্লোগানই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করতে সক্ষম।
আলোচনা অনুষ্ঠানে বক্তরা ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্বের জন্য যে উদ্বেগজনক হয়ে পড়েছে তা উল্লেখ করেন। এছাড়া ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে সংঘাতের প্রশমনের জন্য বিশ্ব আহমদীয়া খলীফা হযরত মির্যা মসরূর আহমদ-এর বাণী উপস্থাপন করা হয়।
আহমদীয়া জামাতের বক্তরা বলেন, ইসলাম সকল ধর্মের অনুসারীদের সাথে সৌহার্দ্যময় সম্পর্কের কথা বলে। এছাড়া ইসলামের আকর্ষণীয় শিক্ষার প্রচার ও প্রসার জোর-জবরদস্তি এবং বল প্রয়োগে নয় বরং সৌহার্দ্য ও সম্প্রীতির দ্বারা মানুষের হৃদয় জয় করার মাধ্যমে সম্ভব।
বক্তারা বলেন, ইসলামে শত্রুদের সঙ্গেও দয়ার্দ্র আচরণ করে, তা শান্তিকালীন সময়েই হোক বা যুদ্ধাবস্থায়ই হোক। সর্বাবস্থায় ইসলাম অমুসলমানদের অধিকার মর্যাদার সাথে সংরক্ষণ করে। বিদ্বেষ ছড়ানো ও আক্রমণের অধিকার ইসলামে নেই।
অনুষ্ঠানে আহমদীয়া জামাতের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন আলহাজ্জ আহমদ তবশীর চৌধুরী, প্রফেসর ড. আব্দুল্লাহ শামস বিন তারেক।
এছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ফাদার আলবার্ট রোজারিও, ব্রাদার গিউম, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ভিক্ষু সুনন্দপ্রিয়, শিখ ধর্মের প্রতিনিধি সুখদেব সিং, অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নীরু বড়ুয়া, গবেষক ও শিক্ষাবিদ ড. আব্দুল হাই, সাংবাদিক সেলিম সামাদ এবং হিন্দু ধর্মের প্রতিনিধি অধ্যাপক ডক্টর অসিম সরকার প্রমুখ।