মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অবশেষে মতিঝিল আইডিয়াল কলেজে নতুন ম্যানেজিং অ্যাডহক কমিটি

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:৩০

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নতুন ম্যানেজিং অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। চার সদস্যের অ্যাডহক কমিটিতে সভাপতি পদে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মো. রবিউল ইসলাম। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য পদ পেয়েছেন শাহেলী পারভীন, অভিভাবক সদস্য হয়েছেন ড. এ কে মোহাম্মদ কুদরত ই হাসান। এছাড়া পদাধিকারবলে অধ্যক্ষ অ্যাডহক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গতকাল রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের সই করা চিঠিতে এ অ্যাডহক কমিটি গঠন করার কথা জানানো হয়। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২১ সালে সবশেষ গভর্নিং বডির নির্বাচন হয়। ঐ নির্বাচনে বিজয়ীদের নিয়ে গঠিত হয় দুই বছর মেয়াদি গভর্নিং বডি। তাতে মোট সদস্য ছিলেন ১৩ জন। গভর্নিং বডিতে সভাপতি হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান। ২০১৭ সাল থেকে তিনি সভাপতির পদে ছিলেন। গতকাল এই গভর্নিং বডির মেয়াদ শেষ।

সম্প্রতি এই প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এতে শতকোটি টাকার অনিয়মের প্রমাণ মেলে। এছাড়া সরকারি বিধিমালা উপক্ষো করে ৫০-এর অধিক শিক্ষক কর্মচারীও নিয়োগ দেওয়া হয়।

 ১৩ জনের পরিচালনা কমিটির সাতটি পদই ছিল শূন্য।  নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যরা। স্কুলের একজন ছাত্রীকে বিয়ে করে পদত্যাগ করেন দাতা সদস্য খন্দকার মুসতাক আহমেদ। অভিভাবক সদস্য (কলেজ) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এদিকে নতুন অ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউল কবির দুলু।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন