বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আল-শিফা থেকে অপরিণত ৩১ শিশুকে দক্ষিণ গাজায় স্থানান্তর

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:২৭

অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় গত বুধবার (১৫ নভেম্বর) অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে গাজার এই হাসপাতালের হামলাকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বেড়েই চলছিল। গতকাল রোববার (১৯ নভেম্বর) এই হাসপাতাল থেকে ৩১ অপরিণত শিশুকে উদ্ধার করে দক্ষিণ গাজায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। খবর আল জাজিরার।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিল, হাসপাতালে এখনও ২৯১ জন রোগী রয়েছেন, যাদের মধ্যে ৩১ জন অপরিণত শিশু। জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়াই আল-শিফা হাসপাতালে আটকা পড়ে তারা।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালের অপরিণত শিশুদের অবস্থা এখনো সঙ্কটজনক রয়েছে। তাদের ৩১ জনকে সিটির দক্ষিণে ইউরোপীয় ও নাসের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে নেওয়ার আগেই দুই শিশু মারা যায়।

প্রতিবেদনে আরো বলা হয়, সিটির দক্ষিণের হাসপাতালগুলো আল শিফা হাসপাতালের শিশুদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদেরও এখন ইনকিউবেটর (অপরিণত শিশুদের রাখার বিশেষ যন্ত্র) প্রয়োজন। এদিকে অব্যাহত ইসরাইলি হামলার কারণে তারাও সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছে।

এমটি/এএইচপি