মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফাইনাল শেষে টিভি ভাঙছেন ভারতীয় সমর্থকরা 

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৩:২৭

স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ঘরের মাঠে শিরোপা জেতার স্বপ্নে বিভোর ছিল ভারতীয় সমর্থকরা। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়া।

ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এমন হার মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। ফাইনাল শেষে রাগে টিভি ভাঙছেন তারা। 

টিভি ভাঙার সংস্কৃতি ভারতে একেবারেই নতুন না। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারের পরও টিভি ভেঙে নিজের রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত হারলেই এমন কাণ্ড করেন ভারতীয়রা।

বিশ্বকাপ ফাইনালের পর ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসতে শুরু করেছে টিভি ভাঙার খবর। পুরো আসরে দুর্দান্ত ছিল ভারত। তবে ফাইনালে নিজেদের মেলে ধরতে ব্যর্থ রোহিত-কোহলিরা। ফাইনালে হারে ভারতীয়দের রাগ-ক্ষোভের শিকার হচ্ছে টিভি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ‘ধন্যবাদ রোহিত, ধন্যবাদ বিরাট’ বলতে বলতেই নিজের টিভিতে আঘাত করছেন এক সমর্থক। অরুণাচল প্রদেশের আরেক ভিডিওতে টিভি ফেলে দিতে দেখা গিয়েছে অন্য এক সমর্থককে। আবার অনেকে টিভি ভাঙার ছবি দিয়ে লিখেছেন আর কখনো ক্রিকেটই দেখবেন না তিনি। 

ইত্তেফাক/জেডএইচ