মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বল হাতে মুরালিকে ছুঁলেন জাম্পা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৫:৫৪

ভারতে গতকাল পর্দা নামা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বল হাতে সফল ছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। এই আসরে তিনি ১১ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। আর তাতেই তিনি ১৬ বছর আগের একটি রেকর্ডে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের পাশে নিজে নিয়ে গেছেন।

২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে মুরালিধরন এক আসরে ২৩ উইকেট নিয়েছিলেন। এবারের আসরের আগ অবধি এক বিশ্বকাপে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা ছিল এটি। ১৬ বছর পর সেই রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার অ্যাডাম জাম্পা। গতকাল আহমেদাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তার উইকেট ছিল ২২টি। ৪৪তম ওভারে ভারতীয় ব্যাটার জসপ্রীত বুমরাহকে ফেরানোর মাধ্যমে এই নিজের ২৩ উইকেট পূর্ণ করেন জাম্পা। 

এদিন তার সামনে সুযোগ ছিল মুরালিকে ছাড়িয়ে যাওয়ার, যদিও শেষ অবধি তা পারেননি তিনি। এর আগে চলতি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে ব্র্যাড হগ ও শেন ওয়ার্নের রেকর্ড ভেঙেছিলেন জাম্পা। সেই ম্যাচে তিনি যখন বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিলেন, সেই সময় অ্যাডাম জাম্পার চলতি বিশ্বকাপের মঞ্চে ছিল ২০টি উইকেট। সেই জায়গা থেকেই এদিন যাত্রাটা শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই লিটন দাস ও মুশফিকুর রহিমের মতো দুই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। 

সেই সঙ্গে একটি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়েন অ্যাডাম জাম্পা। এর আগে ২০০৭ সালে ২১টি উইকেট নিয়ে এই রেকর্ড ছিল ব্র্যাড হগের। এরপর থেকেই অ্যাডাম জাম্পার সামনে ছিল শুধু মুরালিধরনের রেকর্ড ভাঙার অপেক্ষা। অবশেষে সেটাই হলো গতকাল ফাইনালে।

এক আসরে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকার

১) অ্যাডাম জাম্পা          ২৩ উইকেট (২০২৩)

২) মুত্তিয়া মুরালিধরন      ২৩ উইকেট (২০০৭)

৩) শহিদ আফ্রিদি           ২১ উইকেট (২০১১)

৪) ব্র্যাড হগ                 ২১ উইকেট (২০০৭)

৫) শেন ওয়ার্ন              ২০ উইকেট (১৯৯৯)

ইত্তেফাক/জেডএইচ