স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছে অজিরা। প্যাট কামিন্সদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বাবর আজম। তবে তার অভিনন্দনে প্রতিশোধের গন্ধ পাচ্ছেন অনেকে।
অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে বাবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দাপুটে পারফরম্যান্স!’এই অভিনন্দন বার্তাকে খোদ পাকিস্তানি ভক্তদের অনেকেই বিরাট কোহলির প্রতি ‘প্রতিশোধ’ হিসেবে দেখছেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। সেদিন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখেছিলেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। তোমাদেরই প্রাপ্য।’ সঙ্গে একটি থাম্বস আপের ইমোজিও জুড়ে দিয়েছিলেন কোহলি।
এক বছর আগে ও পরের কোহলি-বাবরের ইনস্টাগ্রাম স্টোরির পার্থক্য হচ্ছে, কোহলি ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার মুহূর্তের একটি ছবি জুড়ে দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়াকে বাবরের অভিনন্দন বার্তায় কোনো ছবি ব্যবহার করেননি, লেখাটা দেওয়া হয়েছে কালো ব্যাকগ্রাউন্ডে।