কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়কের জায়গা দখল করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অবৈধ স্থাপনাসহ ১৮টি দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গেটের দুপাশে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কের পূর্বপাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, নুর ইসলাম, রবিন, লিয়াকত আলী, স্বপন শীল, আব্দুল বাতেন কবিরাজ, ফজলু, হাফিজুর, কালাম, মিজানুর রহমান, ফকির, আপেল, ফরিদ, কাইজল, মান্না, নুর মোহাম্মদের দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ইত্তেফাকের এ সংবাদদাতাকে বলেন, মহাসড়কের জায়গা দখল করে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছেন ১৮ জন ব্যক্তি। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের প্রবেশ করতে বিভিন্ন ভোগান্তি পোহাতে হতো। এসব দোকান পাটের ময়লা-আর্বজনা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ফেলতেন তারা। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দূষিত হতো। এর আগে তাদের দোকানপাট ভাঙতে বলা হয়। কিন্তু তারা না ভাঙায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলেও জানান তিনি।