শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭৫

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:২৫

দক্ষিণ আফ্রিকার ইম্পালা প্লাটিনাম কোম্পানির একটি প্লাটিনাম খনিতে লিফ্ট ছিঁড়ে অন্তত ১১ শ্রমিক নিহত এবং আরো ৭৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। 

খনি কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের খনির ভেতর থেকে উপরে তোলা এবং নিচে নামানোর কাছে ব্যবহৃত একটি লিফ্টের তারে কোনো একটি সমস্যার কারণে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

একে কোম্পানিটির ইতিহাসের ‘সবচেয়ে কালো দিন’ বলে বর্ণনা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। মঙ্গলবার এক বিবৃতিতে ইমপালা প্ল্যাটিনামের (ইমপ্ল্যাটস) সিইও নিকো মুলার বলেন, আমাদের হৃদয় এই বিধ্বংসী দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ব্যথা করছে। আমরা আমাদের সহকর্মীদের হারিয়ে গভীরভাবে মর্মাহত। আমরা দুঃখিত তাদের পরিবারের প্রতি। কর্তৃপক্ষ সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্লাটিনাম, সোনা এবং অন্যান্য খনিজ দ্রব্য উৎপাদনকারী বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। সেখানে বিশ্বের সচেয়ে গভীর খনিগুলোর কয়েকটি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালে খনি দুর্ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়। তার আগের বছর মারা যায় ৭৪ জন।

ইত্তেফাক/এএইচপি