ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক আলোচনা সভা সোমবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রেনাটা লিমিটেডের আয়োজনে ডেল্টা হাসপাতালে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. সায়েদ মুকাররম আলী, হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল করিম এবং ক্লিনিকাল অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. কাজী মনজুর কাদের।
অনুষ্ঠানে প্রধান প্রবন্ধ উপস্থাপনকারী প্রফেসর ডা. কাজী মনজুর কাদের ফুসফুস ক্যান্সার চিকিৎসার নতুন গাইডলাইন অনুযায়ী রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা নতুন ক্যান্সার গবেষক ও বিশেষজ্ঞদের অনুপ্রেরণা দেন।
অনুষ্ঠানে রেনাটা লিমিটেড-এর পক্ষে ডা. রাহাগীর আল মাহি চৌধুরী এবং ক্যান্সার ডিভিশনের প্রধান আমির আব্দুল্লাহ্, বাংলাদেশের প্রেক্ষিতে বায়োইকুইভ্যালেন্ট ওষুধ এবং ক্লিনিক্যাল ট্রায়ালের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সঞ্চালনায় ছিলেন ডা. সোনিয়া বেগম।