শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

‘ব্যারিস্টার সুমন আমার পা ধরে মাফ চেয়েছে’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৪

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পা ধরে মাফ চেয়েছে বলে দাবি করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টায় মাদারীপুর শহরে এক সভায় দুদকে তার বিরুদ্ধে সুমনের করা অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আব্দুস সোবাহান গোলাপ বলেন, সুমনের বিরুদ্ধে আমি ৫০০ কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার ৫০০ কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

সে (ব্যারিস্টার সুমন) তার ভুলের জন্য ক্ষমাও চাইছে। মূলত তাকে দিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ বলে জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। এতে আমাকে তারা আরও শক্ত করছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।

ইত্তেফাক/এবি