মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নাটোরে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে আগুন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৪

নাটোর শহরের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাপত্রের ক্ষতি হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত চারটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় অবস্থিত ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় ও পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মধ্যরাতে কে বা কারা অফিসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। অফিসের বিদ্যুতের লাইন অন্য ঘর থেকে নেওয়া। রাতে অফিসের বিদ্যুতের লাইন বন্ধ থাকে। নাশকতা করার জন্যই হয়তোবা কেউ অফিসে আগুন দিয়েছে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। এ ঘটনার তদন্ত করে নাশকতাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে বলা যাবে আগুন লাগার কারণ জানা যাবে।’

ইত্তেফাক/এইচএ
 
unib