বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

গ্যারেজে পুড়ল মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১ ইজিবাইক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬

নাটোরে একটি গ্যারেজে আগুন লাগার ঘটনায় সিংড়া পৌরসভার মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১ ইজিবাইক পুড়ে গেছে। জানা গেছে, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১ ইজিবাইকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছবি: ইত্তেফাক

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পৌরসভার গ্যারেজে প্রতিদিন ইজিবাইক চার্জ দেওয়া হতো। মঙ্গলবার ইজিবাইকগুলো চার্জ দিয়ে দায়িত্বরত নাইট গার্ড মহাতাব ঘুমিয়ে পড়েন। ভোরে স্থানীয়দের হৈ-হুল্লোড়ে তার ঘুম ভেঙে যায়। এ সময় আগুন দেখে অনেকে ছুটে আসে। ফায়ার সার্ভিস খবর পেয়ে এসে ঘণ্টাব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘রাতে চালকরা গাড়িগুলো গ্যারেজে রেখে বাড়ি চলে যায়। ভোরে হঠাৎ আগুন লেগে ১১ গাড়ি পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।’

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে আগুন লাগার কারণ জানতে হবে।’

ইত্তেফাক/এইচএ