মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

চ্যাটজিপিটি স্টোর চালু হওয়ার সময় পেছালো

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৮

ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদা একটি স্টোর তৈরি করার সিদ্ধান্ত নেয় চলতি বছর। তবে খুব শীঘ্রই এই স্টোরের দেখা পাচ্ছে না ব্যবহারকারীরা। কোম্পানি জানিয়েছে ২০২৪ সালে তারা এই স্টোর সুবিধা চালু করবে।

আক্সিওসে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানির তরফে জানানো হয়, 'আমরা চলতি মাসেই স্টোর চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে এখনই তা চালু করা সম্ভব হচ্ছে না।' মূলত কনফিগারেশন মেসেজ এবং ডিবাগ সমস্যার কারণে পিছিয়ে দিতে হয়েছে আপডেটের সময়।

সম্প্রতি ওপেনএআই একাধিক জটিল সমস্যার মুখোমুখি হওয়ায় তাদের এমন প্ল্যান মুখ থুবড়ে পড়ছে বলে মতামত করেছেন অনেকে। তবে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ 

ইত্তেফাক/এআই