সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০০

রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, উত্তর বাড্ডার প্রগতি সরণিতে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় এবং পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে আজ বিকালে রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ইত্তেফাক/এমএএম