ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও নৌকার প্রার্থী শামীম হক পরস্পরের বিরুদ্ধে নিজেদের কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তারা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলার অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।