মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মালাইকার পর কে হচ্ছেন সালমানের ভাবি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা আরবাজ খান। তবে সে সম্পর্কও বেশিদিন টেকেনি। অবশেষে মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালেই শুরা খানকে বিয়ে করে সালমান খানের ভাবি বানাবেন আরবাজ খান।

খান পরিবারের এক সূত্র জানান, ‘আরবাজ ও শুরার বিয়েতে শুধু পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের উপস্থিতি থাকবেন।

এদিকে বিয়ে নিয়ে চর্চার মাঝেই ছোট্ট ভাগ্নি আয়াতের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন আরবাজ খান। 

শুক্রবার রাতে মুম্বাইতে আয়োজিত হয়েছিল আয়ুষ শর্মা ও অর্পিতা খান শর্মার মেয়ে আয়াতের জন্মদিন। ৪ বছরে পা রাখল সালমানের ছোট্ট ভাগ্নি আয়াত। জন্মদিনে একটা পিচ রঙের ফ্লোরাল ড্রেসে সাজতে দেখা গিয়েছে ছোট্ট আয়াতকে। 

২০১৭ সালে মালাইকার সঙ্গে তার বিচ্ছেদ হয়। তারপর থেকেই জর্জিয়ার সঙ্গে নাম জড়ায় আরবাজের। একটা সময় এই সম্পর্কের কথাও স্বীকার করে নেন আরবাজ খান।

 

ইত্তেফাক/পিএস