বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বছরের শুরুতেই ধাক্কা খেলেন শাহরুখ, বেঁচে গেলেন প্রভাস

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:১০

ভারতের সিনেমা হলে মুক্তির পর থেকে একচেটিয়া ব্যবসা করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ডাঙ্কি আর দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার। তবে নতুন বছরের শুরুতে ব্যবসার অঙ্কের হিসেবে যেন অনেকটাই ধাক্কা খেলো শাহরুখের ডাঙ্কি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার নতুন বছর উপলক্ষে ভারতের সিনেমা হলগুলো ভালোই ভিড় করেছে দর্শক। স্যাকনিক ডট কম-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ডাঙ্কি নতুন বছরের শুরুর দিনে ব্যবসা করল ৯.২৫ কোটি। আর অন্য দিকে, প্রভাসের সালারের আয় ১৫ কোটির বেশি। 

যদিও বছরশেষে ৩১ ডিসেম্বর আরও বেশি আয় করেছিল ডাঙ্কি ভারতে কিং খানের সিনেমা ব্যবসা করে ১১.৫ কোটির। অন্য দিকে, সালারের ব্যবসার অঙ্কে সেরকম ওঠাপড়া নেই। 

শাহরুখের আগের দুই অ্যাকশন ফিল্ম পাঠান আর জওয়ানের মতো, সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি। ভারতের বাজারে এ সিনেমা ১২ দিনে মাত্র ১৯৬ কোটির ব্যবসা করেছে। 

অন্য দিকে, প্রভাসের সালার বানিয়েছেন কেজিএফ-খ্যাত প্রশান্ত নীল। ডাঙ্কির একদিন পর মুক্তির প্রথম থেকেই চুটিয়ে ব্যবসা করে ১১ দিনে সালারের মোট আয় ৩৬০ কোটি। 

যদিও আপাতত সিনেপ্রেমীদের নজর রয়েছে ফাইটার সিনেমায়। যাতে একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোনকে। পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ নির্মাণ করেছেন সিনেমার। ইতিমধ্যেই ট্রেলারে ঝড় তুলেছে ফাইটার।

ইত্তেফাক/পিএস