রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ভোট দিলেন নিক্সন চৌধুরী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৭

ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন এবং কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। একই কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিয়েছেন তার মেয়ে নাজুরা মুজিব চৌধুরী।

রোববার (৭ জানুয়ারি) সকাল আটটার দিকে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় সাংবাদিকরা ‘জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশী’- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘১০ বছর তো আমি মাঠে ছিলাম। তারপর কোভিডের সময়ও আমি পাশে ছিলাম। আমার যে অপোনেন্ট (প্রতিদ্বন্দ্বী) আছে, তিনি তো এলাকায় আসেন না। তিনি জনগণের থেকে বিচ্ছিন্ন। আর আমি প্রধানমন্ত্রীর যে উন্নয়ন সেটি ফরিদপুরে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একশো ভাগ তো অবশ্যই আশাবাদী।’

নির্বাচন চ্যালেঞ্জিং কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন, ‘সবকিছুই চ্যালেঞ্জিং। নির্বাচন মানেই চ্যালেঞ্জিং। ভোট কাস্ট হবে, ইনশাআল্লাহ জনগণ যাকে রায় দেবে, সেটাই মেনে নেবো। আমিও মেনে নেবো। আশা করি, তিনিও মেনে নেবেন।’

এ সময় নৌকা প্রার্থী কাজী জাফরউল্যার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি যাকে হেভিওয়েট বলেন, আমি হেভিওয়েট দেখি না। এটা আপনি হয়তো ওজনের দিক দিয়ে বলছেন। বিষয়টা হলো জনগণ যাকে দুইবার প্রত্যাখ্যান করে, তিনি আবার হেভিওয়েট কি? আমি সেভাবে দেখি না। জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য, তিনিই হেভিওয়েট।’

প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে নিক্সন-কন্যা নাজুরা মুজিব চৌধুরী
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রথমবার ভোট দেওয়ার অনভূতি জানিয়েছে নাজুরা শুধু একটি কথাই বলেছেন, ‘খুব ভালো লাগছে ভোট দিয়ে। এটা আমার প্রথমবার ভোট। এটা গণতান্ত্রিক অধিকার। আমি অনেক দিন অপেক্ষা করেছি যে আমি ভোট দেবো নিজের দেশের জন্য।’

এ সময় নাজুরা সুষ্ঠু নির্বাচনের আশা করেন। তিনি বলেন, ‘আশা করি, সুষ্ঠু নির্বাচন হবে। ইনশাআল্লাহ ঈগল মার্কার জয় হবে ফরিদপুর-৪ আসনে।’

ইত্তেফাক/এইচএ/পিও