ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নেতিবাচক পোস্ট করে বরখাস্ত হয়েছেন মালদ্বীপের তিন মন্ত্রী। তারা মোদির লাক্ষাদীপ সফর নিয়ে অপমানসূচক মন্তব্য করেছিলেন। এই মন্তব্য নিয়ে মালদ্বীপে বেশ তোলপাড় হয়। এমনকি অনেক ভারতীয় তাদের মালদ্বীপ সফরও বাতিল করেছেন। খবর এনডিটিভির।
মালদ্বীপ সরকার এক বিবৃতিতে বলেছে, ‘সামাজিক মাধ্যমে প্রতিবেশী ভারতকে নিয়ে অবমাননাকর পোস্ট সংক্রান্ত বিষয়ে দেশটির অবস্থান সম্পর্কে বিবৃতি জারি করেছে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রণালয়।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি পদে থাকাকালীন যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করেছেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মন্ত্রী মরিয়ম শিউনা, মালশা ও হাসান জিহানকে বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। এরপর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।
এরপর বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা ‘কড়া ভাষায়’ ওই মন্ত্রীদের বক্তব্যের নিন্দা জানান। আজ শুরুর দিকে মালদ্বীপ সরকার বিষয়টি থেকে নিজেদের দূরে রেখেছিল। বলেছিল, ‘ওই বক্তব্য একান্তই তাদের নিজেদের, এই বক্তব্য কোনোভাবেই মালদ্বীপ সরকারের প্রতিনিধিত্ব করে না।’