বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে: পরিবেশমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:২৮

বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

দলের নির্বাচনী ইশতেহার মেনে যে বিষয়গুলো পরিবেশের সঙ্গে আছে সেগুলো বাস্তবায়নেরও অঙ্গীকার করেন নবনিযুক্ত এই মন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করবো।’

সচিবালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবের হোসেন চৌধুরী। ছবি: ফোকাস বাংলা

এ সময় নিজের দপ্তরকে এক নম্বর বানানোরও আশাবাদ ব্যক্ত করেন সাবের হোসেন চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে কাজ করবো। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেবো না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।’

ইত্তেফাক/এইচএ