শোনা গিয়েছিল একসঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। এই খবরটি সত্য নয়। সামাজিক যোগযোগ মাধ্যমে রিয়াজ জুলিতে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ ফেসবুকে লিখেন, ‘প্রিয় বন্ধুগণ, সামাজিক মাধ্যমে এ ধরনের একটি সিনেমার খবর আমার দৃষ্টিগোচর হয়েছে।এই নামের/এই কাস্টিং এর অথবা উক্ত পরিচালকের সাথে এ বিষয়ে আমার কোন কথা বা যোগাযোগ হয়নি। বিষয় টি তাই একটি গুজব বলে আমার কাছে প্রতীয়মান।’
এর আগে কয়েকটি গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেইজে ছড়িয়ে পরে জুলি নামের একটি সিনেমায় তারা দুইজন একই সিনেমায় অভিনয় করছেন। কোনোরকম বিশ্বস্ত কোনো সূত্র ছাড়াই এই সংবাদ ছড়িয়ে পরে। এরপরই তিনি এই ধরনের কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও দায়িত্ববান হবার জন্য অনুরোধ করেন।
ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় রিয়াজ ও ফেরদৌসকে একসঙ্গে দেখা যাবে না।