শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বাতিল হলো ইবির অনলাইন ক্লাস 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ পাঁচ মাস ধরে চলমান সোমবারের অনলাইন ক্লাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে ঐ দিনের ক্লাস সশরীরে গ্রহণ করা হবে এবং পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের জুলাইয়ে জ্বালানি সাশ্রয়ে সপ্তাহের সোমবার অনলাইনে ক্লাস গ্রহণ এবং ঐদিন কোনো ধরনের পরীক্ষা না গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসকল তথ্য জানা যায়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গাড়ি সমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আমাদের সোমবারের অনলাইন পাঠদান কার্যক্রম চালু করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে নিয়মিত অনলাইন ক্লাসগুলো হচ্ছে না। এছাড়া শিক্ষার্থীরাও প্রকৃতপক্ষে লাভবান হচ্ছে না। তাই শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় সশরীরে ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এআই