রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

হাজারীবাগে নারীর গলাকাটা লাশ, শরীরে ক্ষতচিহ্ন  

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২২:৩৬

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে তানিয়া আক্তার (৩৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) বিকালে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ওসি নুর মোহাম্মাদ। 

তিনি বলেন, নিহত তানিয়া বাসাটিতে সাবলেট ভাড়ায় থাকতেন। মরদেহে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

ইত্তেফাক/ডিডি