মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

রেললাইনে বসে গেম, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুই তরুণের

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান বলে জানা গেছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। দুজনের বাড়ি রুকানাই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ওপরে বসে দুই বন্ধু মিলে ফ্রি ফায়ার গেম খেলছিল। তাদের কানে হেডফোন ছিল। তারা ট্রেনের হুইসেলও শোনেনি। পরে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শাকিল মিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মজিবরও প্রাণ হারান।

মেলান্দহ থানার উপপরিদর্শক এনামুল ইসলাম গণমাধ্যমকে জানান, রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। ধারণা করা হচ্ছে, হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে