মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আজ বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি উপাচার্য হিসেবে গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রো-ভিসি (শিক্ষা) পদটি শূন্য হয়।

ইত্তেফাক/জেডএইচডি