রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।