সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নিজের দোকান থেকে মালামাল না কেনায় বৃদ্ধকে পেটালেন মেম্বার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮

ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) দোকানে মালামাল না কেনায় বেল্লাল হোসেন পাটওয়ারী নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফুর রহমান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। 

বেল্লাল হোসেন পাটওয়ারীর অভিযোগ, কেরোয়া ইউনিয়নের জোড়পোলে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালুর দোকান রয়েছে। আমার ভাতিজার ভবন নির্মাণ কাজের জন্য ওই দোকান থেকে রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েকদিন ধরে আরিফ মেম্বার আমাকে চাপ দিয়ে যাচ্ছিলেন। তার দোকান থেকে মালামাল না কেনায় তিনি আমাকে মারধর করে রাস্তা সংলগ্ন খালে ফেলে দেন। এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও তিনি অনেকের সঙ্গে এমন করেছেন। 

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পর দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকান থেকে মালামাল কেনা-বেচার বিষয়টি সাজানো।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি