সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮

বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া (৭০) নামে আরও এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। এখলাস মিয়া নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা। এই নিয়ে এবারের ইজতেমায় হৃদরোগে চারজনের মৃত্যু হয়েছে।

হাবিবুল্লাহ রায়হান জানান, এর আগে একই দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)। শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে দুই মুসল্লির জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এইচএ