বাদামের ঠোঙায় গাঁজা বিক্রি করায় রাজধানীর তেজগাঁও থেকে তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) ও মো. রমজান আলী (৪৫)। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ওজনের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন শুক্রবার বিকালে জানান, গ্রেপ্তার তিনজনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন।
তিনি আরও জানান, আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে ৭টি এবং জাহিদুলের বিরুদ্ধে ৬টি মামলা আছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়াবাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা এবং রমজান ও আজিজ পরস্পর বেয়াই।