বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

আইফোনের হোয়াটস অ্যাপেও আসবে পাসকি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪

পেপ্যাল, উবার, টিকটকে পাসকি আগেই চালু হয়েছে। হোয়াটস অ্যাপও এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ব্যাপক। মেটা এবার আইওএসে পাসকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। 

মাত্র ছয় সংখ্যার ওটিপি কোড দিয়ে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা ভেরিফাই করতে পারবেন। বায়োমেট্রিক আর ফেস রেকগনিশনের বদলে এটি ভিন্ন ধরনের ভেরিফিকেশন পদ্ধতি। 

পাসকি ওটিপি পদ্ধতি থেকে দ্রুত। আর নিরাপদও বটে। আপনাকে মেইল বা ফোন নাম্বারে কোডের জন্য অপেক্ষা করতে হবে না পাসকি থাকলে। হোয়াটস অ্যাপে পাসকি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। সেটিংস থেকেই তা এন্যাবল করা যায়। আইফোন ব্যবহারীরা এখন অপেক্ষায়। তারাও শীঘ্রই পাবেন। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ইত্তেফাক/এআই