শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আমার স্মরণশক্তি ঠিক আছে: বাইডেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সম্পর্কে একটি তদন্তের বিক্ষুব্ধ সমালোচনা করেছেন। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অতি গোপন কিছু ফাইল ভুলভাবে পরিচালনা করেছেন এবং নিজের জীবনের অতিগুরুত্বপূর্ণ কিছু ঘটনা স্মরণ করতে পারছেন না। ৩৪৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির স্মৃতির 'উল্লেখযোগ্য সীমাবদ্ধতা' রয়েছে। খবর বিবিসি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ এক প্রেস ব্রিফিংয়ে বাইডেন বলেন, "আমার স্মরণশক্তি ঠিক আছে।"

ওই প্রতিবেদনে বলা হয়, বাইডেন তার ছেলে মারা যাওয়ার কথা মনে করতে পারেননি। রাগান্বিত স্বরে বাইডেন বলেন, "এই ধরণের দাবি উত্থাপনের সাহস কী করে হয় তাদের?"

ডিপার্টমেন্ট অফ জাস্টিস স্পেশাল কাউন্সেল রবার্ট হুর বলেন, বাইডেন ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার সময় আফগানিস্তানে সামরিক এবং পররাষ্ট্র নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিগুলি ভুলভাবে রেখেছিলেন।

হুর তদন্তের অংশ হিসেবে ৮১ বছর বয়সী রাষ্ট্রপতির পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে সাক্ষাৎকার নিয়েছেন। বিশেষ কাউন্সিল বলেছে, 'বাইডেন ভাইস-প্রেসিডেন্ট ছিলেন (২০০৯-২০১৭) বা কয়েক বছর আগে ২০১৫ সালে তার ছেলে বিউ বাইডেন মারা যাওয়ার কথা মনে করতে পারেননি।'

পরে বাইডেন বলেন, "সত্যি বলতে, যখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি নিজেনিজে ভাবছিলাম, এগুলো তো তাদের ব্যাপার নয়।"

ইত্তেফাক/এনএন