বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

তিতাসে শিশু শিক্ষার্থীদের বই বাঁধাই উৎসব

ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১০

কুমিল্লা তিতাসের মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের বই বাঁধাই উৎসব চলছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫৪ জন শিক্ষার্থীর পাঠ্যবই বিনামূল্যে বাঁধাই করে দিচ্ছে শিক্ষকবৃন্দ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতনমহলের প্রশংসা কুড়াচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার ও সহকারী শিক্ষক রণজিৎ দেবনাথ স্কুল ভবনের বারান্দায় টিফিন টাইমে বই বাঁধাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। পাশে চার জন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দাঁড়ানো। মূলত দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের বই বাঁধাই করে দিচ্ছেন শিক্ষকদ্বয়। বইয়ের দুইপাশে শক্ত মলাট (ওষুধ কোম্পানির লিটারেচার) দিয়ে সমান মাপে কেটে দিচ্ছেন প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক হাতুড়ি দিয়ে তারকাঁটার সাহায্যে বইয়ে তিনটি ছিদ্র করে, তাতে সুঁইসুতা দিয়ে বেঁধে নিচ্ছেন। পরে মোটা স্কচটেপ দিয়ে সুতাকে ঢেকে দেওয়া হচ্ছে। আর সেই বই যখন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তখন তারা আনন্দে ক্লাসে চলে যায়।

শিক্ষার্থী নিয়ে স্কুলে আসা সাহাবৃদ্ধি গ্রামের প্রমিতা রাণী দাস বলেন, ‘আমার দুই ছেলে-মেয়ে এ স্কুলে পড়ে। শিক্ষকরা তাদের বই সুন্দর করে বাঁধাই করে দিয়েছেন। ভেবেছিলাম বইগুলো এক বছর যাবে না, তবে বাঁধাই করার কারণে তা আর নষ্ট হবে না।’

সহকারী শিক্ষক রণজিত্ দেবনাথ জানান, বিভিন্ন ফার্মেসি থেকে আমাদের চাহিদামতো লিটারেচার (ওষুধ কোম্পানির শক্ত মলাট) সংগ্রহ করে নিয়েছি। স্কুল তহবিল থেকে বাকি সরঞ্জামগুলো কেনা হয়েছে। তেমন একটা খরচ হয় না, শুধু আন্তরিকতার সঙ্গে কাজ করলে বইগুলো টেকসই রাখা যাবে। বিদ্যালয়ে শ্রেণির পাঠদান শুরুর পূর্বে এবং টিফিনের সময় আমরা এ কাজটি ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আগামী দুই সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শেষ হবে।  

প্রধান শিক্ষক তানজিনা আক্তার বলেন, অনেক অভিভাবক তাদের শিশুদের বইটা মলাট করে স্ট্যাপলার করে দেন। যা কিছুদিন পর ছিঁড়ে যায়। অনেক শিশু বছরের শেষ পর্যন্ত বই রাখতে পারে না। তাই আমরা ঠিক করলাম, বইটি মলাট না করে বাঁধাই করে দেব। যাতে বইটি সারা বছর টেকসই থাকে। গত বছর থেকে ধারাবাহিকভাবে এই উত্সবটা করছি। এক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। বরং শিক্ষকরা উত্সাহ নিয়েই এ কাজটি করে যাচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোসা. জোবায়দা আক্তার জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবা-মা এতটা সচেতন না। ওদের বইগুলো অনেক সময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, বছর শেষে পড়তে একটু সমস্যা হয়। সেই চিন্তা থেকে আমাদের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমণ্ডলী বিনামূল্যে বই বাঁধাই উত্সবের আয়োজন করে। 

উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু বলেন, মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগটি খুবই প্রশংসনীয়। বিদ্যালয় অনুকূলে অনেক বরাদ্দ থাকে অল্প কিছু টাকা খরচ করে শিক্ষার্থীদের বইগুলো বাঁধাই করে দিলে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা উপকৃত হয়। শিক্ষকদের সঙ্গে আলাপ করে এই বই বাঁধাই উৎসব প্রতিটি বিদ্যালয়ে চালু করা যায় কি না, চেষ্টা করব।

ইত্তেফাক/এসটিএম