আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এতে অংশ নেবে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষা বোর্ডের রুটিন অনুসারে ১২ মার্চ পরীক্ষা শেষ হবে। আর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যাবহারিক পরীক্ষা।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্র কমেছে ১৮০টি এবং পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৩টি।
শিক্ষকেরা বলছেন, সিলেবাস নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে।
রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বেগম বলেন, এবার যারা এসএসসি দিচ্ছে তারা পিএসসি ও জেএসসি কিছুই দেয়নি। কোভিডকালীন তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যেটুকু তারা পড়াশোনা করেছে, ততটুকু তারা ঠিক মতো করেছে। সেটুকু নিয়েই তারা পরীক্ষাকেন্দ্রে আসবে।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হচ্ছে।