রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

রাঙ্গামাটিতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীতে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগানে এ ঘটনায় নিহতরা হলেন নীবর হোসেন (৫০), মো. হানিফ (৫০) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন সৈকত চাকমা (২২), চালক মো. নূরুল আজীম (৩৫) ও অপরজন অজ্ঞাত। আহতদের মধ্যে চালক নূরুল আজীমের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সকাল ৯টার দিকে রাঙ্গামাটি শহর থেকে একটি যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কাউখালী উপজেলার ঘাগড়া বাজার যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি খাদে পড়ে গেলে ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। ও চালকসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।  

রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ এ ঘটনা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসএআর/পিও