বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ইনস্টাগ্রামে পাঠানো বার্তা এডিট করবেন যেভাবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২

মেসেজ এডিটিং করার সুযোগ দিয়েছে ইন্সটাগ্রাম। সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে যেকোনো মেসেজ এখন এডিট করা যাবে। অবশ্য এ ধরনের সুযোগ টেলিগ্রাম ও হোয়াটসাঅ্যাপে আগে থেকেই রয়েছে। 

প্রাপ্ত তথ্যসূত্র থেকে জানা গেছে, ইন্সটাগ্রামে কোনো মেসেজ পাঠানোর পর কেউ যদি সেটার ভুল সংশোধন করতে চান, কিংবা বক্তব্য বদলাতে চান তা ১৫ মিনিটের মধ্যে করা সম্ভব। ১৫ মিনিট পর্যন্ত মেসেজ সংশোধনের ফিচারটি প্রদর্শিত হবে। এরপর সংশোধনের ফিচারটি দেখা যাবে না।

সংশোধনের পর প্রাপকের কাছে পৌঁছে যাওয়া মেসেজটিতে সম্পাদিত লেবেল দেখা যাবে সম্পাদনা করার জন্য কাঙ্খিত মেসেজটি চাপ দিয়ে ধরতে হবে। এভাবে ধরলে সম্পাদনের অপশনটি দেখা যাবে। সম্পাদন করার পর সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এভাবে রিসেন্ড করার পর প্রাপকের কাছে সম্পাদিত মেসেজটি অপঠিত হিসেবে দেখাবে। প্রত্যেকটি মেসেজ নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে।  

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/এআই