বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

দেশে আরও ৪৩ জনের করোনা শনাক্ত 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৬ জনের। মোট শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ৮৮৭ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২৬টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  

ইত্তেফাক/ডিডি

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন